মানবদেহে অস্থি বা হাড় সংখ্যা ২০৬ টি।
অক্ষীয় অস্থি ৮০ টি আর উপাঙ্গীয় ১২৬ টি।

অক্ষীয় অস্থিঃ
মেরুদণ্ডে ২৬ টি
করোটিতে ২৯ টি অস্থি নিয়ে গঠিত।
বক্ষপিঞ্জরে আরো ২৫ টি অস্থি রয়েছে।
অক্ষীয় হাড় মোট ৮০ টি।
উপাঙ্গীয় অস্থিঃ
প্রতি হাত ও পায়ে ৩০ টি করে। অর্থাৎ ২ হাতে ৬০ টি আর ২ পাতে ৬০ টি, মোট ১২০ টি হাড়।
বক্ষ অস্থিচক্র (ক্ল্যাভিকল & স্ক্যাপুলা ২টি করে) মোট ৪ টি।
শ্রোণী অস্থিচক্র ২টি।
উপাঙ্গীয় মোট ১২৬ (১২০+৪+২)টি।
অক্ষীয় + উপাঙ্গীয় মোট ২০৬ টি।

হাতের অস্থিগুলো হলো:
হিউমেরাস= ১টি
রেডিয়াস= ১টি
আলনা = ১টি
কারপাল= ৮টি
মেটাকারপাল= ৫ টি
ফ্যালানজেস= ১৪ টি
মোট= ৩০টি, দুই হাতে ৬০ টি।
পায়ের অস্থিগুলো হলো :
ফিমার = ১ টি
প্যাটেলা= ১ টি
টিবিয়া = ১ টি
ফিবুলা = ১ টি
টারসাল= ৭ টি
মেটাটারসাল= ৫ টি
ফ্যালানজেস= ১৪ টি।
মোট= ৩০ টি, দুই পায়ে ৬০ টি।
মানবদেহের সবচেয়ে বড় অস্থি ফিমার
মেরুদন্ডের অস্থিগুলো হলো:
সারভাইকাল কশেরুকা = ৭ টি
থোরাসিক কশেরুকা = ১২ টি লাম্বার
কশেরুকা = ৫ টি
স্যাক্রাম = ১টি
কক্কিক্স = ১টি।
মোট ২৬ টি।
বক্ষপিঞ্জর (২৫টি) :
রিব = ২৪ টি
স্টার্নাম = ১ টি
মোট=২৫ টি।
মানুষের করোটি ২৯ টি অস্থি নিয়ে গঠিত।
১।করোটিকা ৮টি
২।মুখমণ্ডলীয় অস্থি ১৪ টি
৩।কর্ণাস্থি ৬ টি
কর্ণের অস্থি:
মেলিয়াস
ইনকাস
স্টেপিস।
মানবদেহের সবচেয়ে ছোট অস্থি স্টেপিস।
করোটিকার অস্থিগুলো মনে রাখার উপায় :
STEP OF
S -স্ফেনয়েড(১)
T-টেমপরাল(২)
E-এথময়েড(১)
P-প্যারাইটাল(২)
O-অক্সিপিটাল(১)
F-ফ্রন্টাল(১)
কার্পাল অস্থিগুলো মনে রাখার সহজ উপায় :
She looks too pretty. Try to catch her.
She – স্ক্যাফয়েড
Looks-লুনেট
Too- ট্রাইকুয়েট্রাল
Pretty-পিসিফর্ম
Try- ট্রাপেজিয়াম
To-ট্রাপেজয়েড
Catch-ক্যাপিটেট
Her-হ্যামেট।
তথ্যসূত্র: Selim Reza স্যার এর বই থেকে সংগ্রহকৃত।