জীবন চলে যাবে খেয়ে অথবা না খেয়ে
জীবন চলে যাবে শান্তিতে অথবা অশান্তিতে
জীবন চলে যাবে মানে অথবা অপমানে
জীবন চলে যাবে বস্ত্র পরে অথবা না পরে।
জীবন চলে যাবে পড়ে অথবা না পড়ে
জীবন চলে যাবে জায়ার বাক্যবাণে অথবা বাক্য মধুতে।
জীবন চলে যাবে ঋণ করে অথবা ঋণ পরিশোধ করে
জীবন চলে যাবে যুদ্ধ করে অথবা যুদ্ধ ছাড়া
জীবন চলে যাবে রাজা হয়ে অথবা প্রজা হয়ে
জীবন চলে যাবে অন্যের মুখের খাবার কেড়ে নিয়ে
অথবা অন্যের মুখে খাবার দিয়ে।
জীবন চলে যাবে অলস হয়ে অথবা পরিশ্রম করে
জীবন চলে যাবে কোন না কোনভাবে
যে যেমন জীবনকে উপলব্ধি করেছে।।