স্টাফ রিপোর্টার: ২৯ জুলাই শনিবারে জিরানী বিকেএসপি মিলনায়তনে জিরানী হোমিওপ্যাথি চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে দিনব্যাপী হোমিওপ্যাথি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি ডা. মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রীত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রীত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার ভট্রাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আগত ডাক্তার মো. বাহারুল ইসলাম, বিশেষ আলোচক হিসেবে হোমিওপ্যাথির গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন জিরানী হোমিওপ্যাথি কলেজ এন্ড হাসপাতালের প্রভাষক জনাব ডা. মো. খাদেমুল হক। বীর মুক্তযোদ্ধা মুসলিম উদ্দিন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডা. মো. আব্দস সামাদ শেখ। স্বাগত বক্তব্য পেশ করেন কেন্ট হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. লালন আলী মোল্লা।
উপস্থিত ছিলেন ডা. মো. আবুল হাসান, ডা. মো. জাহাঙ্গীর হুসাইন, ডা. মো. শরিফ মোল্লা, ডা. মো. জাহিদ হোসেনসহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় চার শতাধিক হোমিওপ্যাথি ডাক্তার।
সেমিনারে বক্তারা হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে আলোচনা সমালোচনা করেন।তারা বলেন, হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে ঐক্য থাকতে হবে। বিচ্ছিন্ন হওয়া যাবেনা।রুগ্ন মানুষের সেবায় সার্বক্ষণিক হোমিওপ্যাথি ডাক্তারদের আত্ম নিয়োগের পরামর্শ দেন।নিজেদের শিক্ষার দুর্বলতার কারণে যেনো হোমিওপ্যাথির মত একটি সার্থক ও সত্য চিকিৎসা ব্যবস্থার বদনাম না হয় সেদিকেও খেয়াল রাখার আহবান জানান।
বক্তারা বলেন, ইতোমধ্যে আদালতের একটি রায়ের মাধ্যমে হোমিওপ্যাথি ডাক্তারদের নামের পূর্বে ডা. লেখার অনুমতি বাতিল করা হয়েছে। অবিলম্বে এই রায় প্রত্যাহারের জন্য অনুরোধ করেন।