বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ক্লাসে বিশ্বনবীকে (সা.) নিয়ে কটূক্তি, শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল ফিরে দেখা’র উনযুগপূর্তি উৎসব পালিত জমকালো আয়োজনে ৭৬ তম আর্ন্তজাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত বিশ্বের মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের মুজাহিদদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহবান -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খোকসায় মুফতি ফয়জুল করীমের যাত্রা বিরতি পাংশায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা এইচ.এস.সিতে আসিফের অনন্য সাফল্য এইচ.এস.সিতে আসিফের অনন্য সাফল্য পাংশা পৌর সভায় মন্দির সমূহে নিরাপত্তায় কাজ করেছেন যুবদল নেতা আশরাফুল ইসলাম ফরিদ পাংশায় র‌্যালী মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত অতন্ত্র প্রহরীর ন্যায় আপনাদের পাশে ছিলাম আছি থাকবো -হারুন অর-রশিদ হারুন পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু প্রধান উপদেষ্টার সাথে জামায়াতে ইসলামীর বৈঠক খোকসার ফুলবাড়ি গ্রামে সিরাজ সর্দার কর্তৃক রাসুল (সঃ) কে কটূক্তি স্বামীর পরোকিয়া জেনে ফেলাই  কাল হলো রুমা’র !
বিশেষ ঘোষনা
বাংলাদেশ ভূমি ডটকম এ আপনাকে স্বাগতম। আপনার মূল্যবান সাহিত্য-কর্ম প্রকাশের জন্য বাংলাদেশ ভূমি’তে পাঠিয়ে দিন। এছাড়াও আপনার চারপাশের যে কোন খবর লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। আমরা বস্তুনিষ্ঠতা যাচাই করে তা প্রকাশ করবো। যোগাযোগ: খন্দকার জাহাঙ্গীর হুসাইন, মোবাইল-  ০১৭৫০৪৯৫৮২০ , ই-মেইল: bangladeshbhumi@gmail.com, এছাড়াও ভিজিট করতে পারেন বাংলাদেশ ভূমি/ @Bangladeshbhumi / খন্দকার জাহাঙ্গীর হুসাইন ইউটিউব চ্যানেলগুলি। এখন থেকে নিয়মিত বন্ধ্যান্ত, যৌন, পাইলস, নাকের পলিপাসসহ যাবতীয় রোগের চিকিৎসা করছেন: খ্যাতিমান হোমিও চিকিৎসক ডা. মো. জাহাঙ্গীর হুসাইন (ডি.এইচ.এম.এস; এম.এ) । খন্দকার হোমিও হল, মুসলিমপাড়া, হেমায়েতপুর, সাভার, ঢাকা। রোগী দেখার সময়: বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত।

জহির সাদাতের পরিচিতিসহ একগুচ্ছ কবিতা

জহির সাদাত / ৪৪৮ জন পড়েছেন
আপডেটের সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১, ৮:০০ পূর্বাহ্ন

জহির সাদাতের কবিতা

১।
আগুনের বৃষ্টি

আগুনের বৃষ্টি নামে অস্থির নৈঋতে
ঝলসে যায় বাতাসের পীঠ
পুড়ে ছাই হয় দেশ মহাদেশ
লালিত স্বপ্নের গর্ভপাতে ধূসর প্রশান্তির মাঠ
শান্তির স্তুপে নাপাক হস্তক্ষেপ করে বৃদ্ধ শয়তান
সকল অন্তরে শুরু হয় আউলা ঝড়ের তান্ডব
ছিন্ন ভিন্ন হয় গোলাপের নগরী
বুকে বিষাদের ঝর্ণা নিয়ে আকাশ কাঁদে অঝোরে
এই মৃত্যু পল্লীতে বসে সঘনেরা করোনা মর্সিয়া গায়
তবু থামেনা ধংসাত্বক বৃষ্টির তান্ডবলীলা
পাথর ক্ষয়ে যায়
পাহাড় মুষড়ে পরে
মুখ থুবড়ে পরে সবুজের বন
উটের পীঠ হয় বালিকার উর্বর দেহ
শহর বন্দর ধ্বসে যায় এই দেহের মত
বিবেকের আবডাকে বসা সৈনিকেরা
স্বশব্দে চিৎকার করে উঠে-
“থামাও ধ্বংস বৃষ্টি; আপন ঘরে ফিরতে দাও পৃথিবী বালিকাকে”

২।
পৃথিবীর সবকিছু তোমার

সাঁ সাঁ রব তুলে তুমি হারিয়েছ সূদুর আসমানে
বুজদিল বিভু, মজলিসে খুঁজি তোমার উত্তাপ!
কিঞ্চিৎ ভ্রুকুটি দিয়ে টলিয়ে দাও পৃথির ডান বাহু
ক্ষমতার বুলডোজারে পিষ মানবতা পিরামিড
কুটিল চাহনীতে আগুন ধরে উচ্ছ্বসিত হৃদয়ে
আঙ্গুলের ইশারায় জমে উঠে ধর্মীয় দাঙ্গার হাট
মুলত তুমি কি চাও?
মানুষের রক্ত দিয়ে গোছল কি রুটিন ওয়ার্ক!
তোমার দ্বন্দ্বের আঘতে আহত প্রতিটা মানুষ
প্রকৃতির কাব্য নিয়ে বেঁচে থাকতে চাই আমি
তাও হৃদয় খোদাই কর লোভের শাবল দিয়ে
আর নাপাকী হচ্ছা চরিতার্থ করার জন্য আমায় দাঁড় করলে কুমিরের সামনে
তাইতো আমি কায়মনে ভাবি,
মরে গিয়ে কবর গায়ে লিখে যাব-
‘পৃথিবীর সব কিছু তোমার হউক,শুধুই তোমার।’

৩।
নাপাক ইচ্ছা

কয়েক শতাব্দীর মানচিত্র তন্নতন্ন করে খুঁজেছি
বিশ্রি অবয়ব ছাড়া আর কিছুই দৃষ্টিগোছর হয়নি
অক্ষরবৃত্ত প্রেম দেহের গন্ডি অতিক্রম করেনি
মেকি কম্বলে আচ্ছন্ন রেখেছে ঘুমের শহর
স্বপ্নের পুরোহিতেরা অলিক আলখেল্লা পরিধানে
মৃত সাগর কিনারে খুঁজেছে কুৎসিত অস্তিত্ব
ছোট্ট সাপের মাথায় এঁকে দেয় পুরো বিশ্বের মানচিত্র
মস্তিষ্কের প্রতিটা সেল হয় অন্তঃনগর রেল জংশন
নাপাক ইচ্ছা চরিতার্থ করতে গলিয়ে দেয় আস্ত শিসার পাহাড়
কেউ নিশ্চুপ; বসে থাকে বিকলাঙ্গের দেহ সমাধিতে
কেউ আবার মাদি শেয়াল; পালায় সময়ের গর্তে
আমি পাহাড় ধরে ঠায় দাঁড়িয়ে থাকি আকাশের মত
মাঝে মাঝে পিছিয়ে যাই মরু উটের দীর্ঘশ্বাস নিতে হারার শব্দ খুঁজি না বিবেকের ডিকশিনারিতে
তাজ মহল, আমাজন, পাহাড়পুর কিংবা সুন্দরবন
যেখানেই রাহুর করাল গ্রাস উমর মুখতার হয়ে চড়ি আদর্শের তেজস্বী ঘোড়ায়।

৪।

বিশ্বাসের কবর

ঘামের স্রোতে ভাসে তার দেহের লোমাঞ্চল
রাতের সাগরে স্নান সেরে ঊর্মির কোমল দেহে
চষে বেড়ায় বেয়ারা মন। বিশ্বাসের স্থান নেই,
অলীকতার মহা সমাবেশ আকাশ সামিয়ানার নিচে
তারকার ফুল গুঁজে দেয় বর্ণিল দেহের ভাঁজে
আস্ত একটা নদী গিলে খাচ্ছে মরা গরুর পাল
রাতকে কোলে নিয়ে ঘুমিয়ে থাকে হরিণ শাবক
বিশ্বাসের কবর রচিত হয় মানুষের মনে
অস্থির কাঞ্চন ফুটে জামানার কোমল তনুতে
তবু তেরশো নদীর বুক ফেড়ে জেগে উঠে আশার তোরণ
আশার চারা রুয়ে দেয় মাটির তুলতুলে দেহে।

৫।
রাক্ষসী খোয়াব

তোমার চোখের ক্ষীন বিচ্ছুরণে উত্তপ্ত সূর্যের
মোলাকাত হয় ভালোবাসার চির হরিৎ বনে
আগুনের তীব্র শ্বাসে ভস্ম হয় প্রেমের গুদাম
লাল টুকটুকে হৃদয় ঢেকে যায় কালো আবরণে
উর্বর দিনের গায়ে টাপুরটুপুর এসিড বৃষ্টি পড়ে
তোমার ছলনা হাসি খামছে ধরে হৃদয় আস্তিন
হকের যিকির তুলে ভোঁদড় নাচ গাবগাছ দেহে
শিল্পের নামে উচ্ছিষ্ট ফেরি কর উজাড় শহরে
অট্ট হাসি উন্মোচনে আড়ষ্ট বেদনার কফিন।
তোর বিষাক্ত ছোবলে আর ক’জন দংশন হবে?
আমাজানের গহীনে পৌঁছে গেছে ক্ষোভের আগুন
বিষ দাঁত উপড়ে দিলে গিলে খাবি ছুটন্ত তুফান!
সময়ের স্রোতে ভেসে গেছে কত রাক্ষসী খোয়াব
রাগবের পেট ছিড়ে বেড়িয়েছে পুঁটির মিছিল
বালিয়াড়ির হৃৎপিণ্ডে অনুলিপ্ত কত মরুঝড়
ধৈর্যের পাহাড় ভেঙে ধেয়ে আসে বন্য চিতাবাঘ
বুকের বুতাম খুলে হয়েছি সাহসী দেবদারু।

 

কবি পরিচিতি

জহির সাদাত ঔধযরৎ ঝধফধঃ একাধারে কবি, গবেষক, সমাজ কর্মী ও সংগঠক। তার মূল নাম জহিরুল ইসলাম। তিনি ১৯৮৬ সালের ৫ জুন কিশোরগঞ্জ জেলার সাঁতারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম মফিজ উদ্দিন এবং মা সাহেদা আক্তার। স্ত্রী মাকসুদা আক্তার ও তাদের একমাত্র ছেলে আহমাদ মূসাকে নিয়ে তাঁর সংসার। সহধর্মিণী পেশায় একজন শিক্ষিকা। ছয় ভাই ও দুই বোনের মাঝে তিনি সবার ছোট। জহির সাদাত ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তাঁর রক্তের গ্রুপ বি পজিটিভ।

২০১৩ সালে কর্ম জীবন শুরু করেন পিং ফুড এ্যান্ড বেভারেজ লিঃ এর এ্যাসিস্টান্ড ম্যানেজার হিসেবে। পরে ওয়াইড ভিশন কলেজ ও উত্তরা সিটি কলেজ এর ইংরেজি প্রভাষক ছিলেন। বর্তমানে তিনি নিজেদের প্রতিষ্ঠিত ব্যবসা প্রজাপতি প্রিন্টিং এ্যান্ড ডিজাইন হাউজ এর চেয়ারম্যান এবং ক্যারিয়ার লিংক গ্লোবাল লিমিটেড এর ম্যানাজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।

প্রকাশিত গ্রন্থসমূহঃ হৃদয় নীড়ে ঝড় (২০১৮) ইনভেলাপ পাবলিকেশন্স, কান্নার লাইসেন্স(২০২১) শব্দশিল্প প্রকাশন এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের উপর রয়েছে বেশ কিছু গবেষণা প্রবন্ধ যা বিভিন্ন দেশের জার্নালে প্রকাশিত হয়েছে। ২০২১ সালে উদ্দীপন সাহিত্য সংস্কৃতি পরিষদ কর্তৃক সম্মাননা লাভ করেন।

লেখকের সাথে যোগাযোগ:
মোবাইলঃ ০১৭২৪১১৬৮০০

ই-মেইল- jahirupm17@gmail.com

ফেইসবুক- Jahir sadat

 


আপনার মতামত লিখুন :

One response to “জহির সাদাতের পরিচিতিসহ একগুচ্ছ কবিতা”

  1. মোশারফ হোসাইন says:

    খুবই ভালো লেগেছে কবিতাগুলো

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর