জল
তুষার হোসেন
নয়নের আকাশেতে
জল করে খেলা,
টলোমলো খেলে যায়
ব্যথার সে মেলা।
আবেগের আঁধারেতে
হারালো সে আলো,
চারিদিকে ছড়ায়ে তা
বেদনার কালো।
প্রিয়া তুমিহীনা সব
ধুধু মরুভূমি,
বেদনাকে আজ তাই
ব্যথা দিয়ে চুমি।
বেদনার নদী দেখ
আজ বয়ে যায়,
প্রেম তরী উষ্ণ জলে
ভাসে এই গায়।
ভেসে যাক যেথা খুশি
থামাবো না তারে,
বয়ে যাক সাথে নিয়ে
ভালোবাসি যারে।