ছাঁয়ার দেয়াল
মুহাম্মদ হেলাল উদ্দিন
বিপ্লব ঘটে যাওয়া এই মেঘদাগম
রক্তচূড়ার লালে দেখা জনপথ
বৃষ্টির ফোঁটার মত ছুটে দুধভাই,
প্রতিবাদী ঘায়ে ভিজে উঠুক
প্রতিধ্বনি রায়ের জুলুমের ঘর
উঁচিয়ে ব্যানারের দিন ক্ষণ-ছিঁড়ে
রাতের অন্যায় মিথ্যে দিনের আলো।
ধারণার চেয়ার একদিন ভেঙে যায়,
সাগর তলে শুকায়
জুলুমের আশ্চর্য!
সাক্ষী কায়রো জাদুঘর-সেই শহর
সিন্ধু নদী। মমতার প্রতিবাদ
ঘৃণা ছুড়ে ফেলো খুনির মুখে
জালিমের পিঠ ছোঁয়া ছায়ার দেয়াল
এ নদী বিছানো পাঁজরের পথ।