খন্দকার জাহাঙ্গীর হুসাইন
বাবার কাছে পাবার আছে, চাহিদাতে কমতি নাই
রাত কিবা দিন তাকধিনাধিন চাইতে কিছু চমকি নাই।
ঈদ এলে তাই জিদ চেলে যাই চালটা ভীষণ শক্ত দেই
এমন করেই দিন চলে আর রাত চলে হার অক্ততেই।
বাবার কাছে বলার অনেক কথা থাকে নোট জুড়ে
অনেক দাবী অনেক দাবী জানাই সবি লোভ সুরে।
জামা-কাপড়, ঘর-দরজা, অর্থকড়ি, চাষের ভূমি
সব দিয়ে যায় হাসি মুখে তাও বলে বাপ- ‘চাও কী তুমি?’
আমার চাওয়ার শেষ কোথা যে, তাও জানিনা নিত্যদিন
মন বলেনি বাবার দিকে ‘একটু নজর-চিত্ত দিন।’
বাবার দিকে একটিবারও হয়নি দেখা-কষ্ট তার!
তাই গিয়েছে মাত্রা বেড়ে আমার নীরব ভ্রষ্টতার
বেকার আমি চাপ কোমাবো, বলবো বাবা শোনেনতো
গত মাসের এই সেলারী, নিনতো বাবা- গোনেনতো!
হয়নি বলা কোনদিনই–‘এইতো বাবা কাঁধ দিলাম
তাবলীগে যান,- সংসারী আজ আমার কাঁধে বাঁধ দিলাম।’
আজকে বাবা খুব ক্লান্ত- চোখে আমার জল ঝরে
তাও জানিনা আমার গাছে কোন্ কালে বা ফল ধরে।
বাবার কাছে একটি কথা বারেবারেই বলতে চাই
শোনেন বাবা-বিশ্রামে যান, নতুন করে চলতে চাই।
২২.০৭.২০২১