চোখের ক্ষুধা
মোঃ খালিল বিশ্বাস
——————————
চোখের ক্ষুধা হয়না পূর্ণ
হায় রে মানব জাতি
চোখের নেশায় লোভে পড়ে
হচ্ছি মোরা পাপি ।
দেখছি যা এই দুচোখে
তাই চাচ্ছি পেতে
ইচ্ছে করে পৃথিবীটা
একলাই খাই গিলে ।
অর্থ লোভী মানব জাতি
শুধু অর্থের পিছেই ছুটি
অর্থ দিয়ে গড়তে চাই
বিলাসবহুল বাড়ি ।
মৃত্যুর স্বাদ পেতেই হবে
কয়জন মনে রাখি,
মনে রাখলে মানব জাতি
কেউ হতো না লোভী।
কেউ মোরা উঠবো চিতায়
কেউ বা কবর বাসি,
চোখবুঁজলে কোথায় রবে
তোমার এছি গাড়ি ।
চোখের নেশা লোভ লালসা
ছাড়-রে মানব জাতি,
মাটি দিয়ে তৈরি মানব
মোরা আবার হবো মাটি ।