কে,এম,তোফাজ্জেল হোসেন ” জুয়েল”
সূর্যের রশ্মী মেখে সকাল হল ঐ বুঝি
সবুজ তরুলতা দুলছে বইছে বায়ু ঝিরি ঝিরি
এই ধ্বনি করেছেন যিনি সৃষ্টি সবি তার অন্তর্যামী
খুঁটি বিহিন কি সুন্দর সৃষ্টি তুমি শিল্পের শিল্পী ,
চাইবো তো শুধু তোমার কাছে চাইবো
তুমি দিলে দিতে পারো পাহাড় সমান ।
পেলেও চাইবো ~আর না পেলেও চাইবো
হে গরিয়ান মহিয়ান সর্ব শক্তিমান
তোমার করুনায় ঢেলে দেও উজার করে
পাহাড় ও সমান সব বিপদের রক্ষা কবজ তুমি
নাপাক কাদা মাটির আঁচড়ে সুন্দর রুহ দিয়েছো
বানিয়েছো মোদের সৃষ্টির শ্রেষ্ট মানবে কি শিল্পী
কি সুন্দর কারিগর তুমি এই নিখিল ভূবনে ,
চলার শক্তি দিয়েছ অক্সিজেন দিয়েছো বাঁচতে
চাইবো তো শুধু তোমার কাছে চাইবো একটি শস্যদানা
পেলেও চাইবো আর না পেলেও চাইবো
ফিরিয়ে দিও না খোদা তোমার বান্দার ডাক ।
চোখে দেখি যত শস্য দানা তুমি সৃষ্টির শ্রষ্টা
মোদের আর নাই অজানা সবি তোমারি করুনা মাখা
তুমি অন্তর্যামী তোমার ইশারায় সুন্দর ভূমি
ধ্বংশ হবে একদিন পুড়ে হবে তামা ,
ঝলসে যাবে শরীর চোখে দেখবে ধুলি কণ
সবাই মোরা জানি এই ধরনীর বুকে নাইকো অজানা
কি মধুর সুরে গাইছে ককিলেরা গান
মুখেতে দিয়েছো সুন্দর হাসি নানা চেহারা
নানা ভাষাভাষী ।।
সবি প্রভূ তোমারি দান………………..?
সকল স্থানে তুমি বিরাজমান
ও খোদা দয়াময় চাইবো তো শুধু তোমার কাছে
চাইবো, দিলে দিতে পারো পাহাড় সমান
পাইলেও চাইবো, না পাইলেও চাই তুমি সবারি সমান ।।