ঘুমের ঘোরে আপনার শিশু চমকে উঠলে বা কেঁদে উঠলে কি করবেন?
০১. শিশু ঘমের মধ্যে হঠাৎ জেগে ওঠে আর চিৎকার করে কাঁদতে থাকে। এমনকি জাগ্রত হবার পর বেশ কিছুক্ষণ মনের উৎকণ্ঠা দূর হতে চায়না। ফুঁফিয়ে ফুঁফিয়ে কান্না করতে থাকে। এমন লক্ষণে হোমিওপ্যাথির ক্যালিকার্ব নামক মেডিসিনটি খুব কাজ করে।
০২. কখনো কখনো শিশুটি ভয় পেয়ে কান্না করতে করতে ঘুম ভাঙার এই সমস্যায় হায়োসিয়ামস নামক মেডিসিনটি খুব কাজ করে।
০৩. আচ্ছা আপনার শিশুটির কি কৃমিদোষ আছে? ঘুমের মধ্যে দাতঁ কিড়কিড় করে? মনে হলো খুবতো ভালোই ঘুমাচ্ছিল। এখন হঠাৎ করেই চিৎকার করে কাঁদে। তাহলে তাকে দিয়ে দিনতো কয়েক মাত্রায় সিনা নামক মেডিসিনটি।
০৪. একটি কথা মনে রাখা প্রয়োজন সেটি হলো। যখন দেখবেন শিশুটি ঘুমোতে ঘুমোতে হঠাৎ চিৎকার করে কাঁদছে আর থরথর করে কাঁপছে। তখন হাজার ডাকলেও ফিরে তাকাতে চায়না। এমন সময় আপনাকে স্মরণ করতে হবে ক্যালিব্রোম নামক হোমিওপ্যাথি মেডিসিনটির কথা।
০৫. তবে বাচ্চাটির স্নায়ুবিক দূর্বলতা ঢের হলে ক্যালি ফস মেডিসিনটির কথা স্মরণ করা উচিৎ। এছাড়াও দাঁত খোঁটা, নাক খোঁটা, মলদার চুলকোয়, খিটখিটটে মেজাজ এমন শিশুটি হঠাৎ ঘুম ভেঙে চিৎকার করে ও কাঁদে তার জন্য স্যান্টোনাইন অথবা নেট্রাম ফস খুবই উপকারী।
উপস্থাপনায়
ডাঃ মোঃ জাহাঙ্গীর হুসাইন
ডি.এইচ.এম.এস, এম.এ
মোবাইল ০১৭৫০৪৯৫৮২০
হেমায়েতপুর, সাভার, ঢাকা।