গুরুজীর সমীপে
মাহমুদ হাসান ফাহিম
গুরুজী! গুরুজী!
আপনাকে আমি যে কতো ভালোবাসি
আমার প্রাণের চেয়ে অনেক অনেক বেশি
সেই কথা শুধু জানে মন,
বাবা মা’র আদরের সন্তান আমি তবে
আপনার অবদান কখনও না শেষ হবে
আপনি শুধু নন গুরুজন।
আপনার স্নেহ মায়া পেয়েছি অনেক পাছে
যা-কিছু শিখেছি সবই আপনার কাছে
আপনাকে গুরু মানি তাই,
ভুলব না কখনও আপনার অবদান
চিরকাল রবে এই ভালোবাসা অম্লান
তাতে আমার যে কোনো হাত নাই।