গুম করে কারা
তাজ ইসলাম
এইখানে নদী ছিল
নদী গেল কই!
নদী কই নদী কই
করে হইচই।
নদীর নিকটতম
অধিবাসী সব
নদী কই নদী কই
করে কলরব।
এইখানে ছিল এক
গাছ ছায়াদার
কোনই হদিস কেউ
পাচ্ছে না তার।
হঠাৎ বিশাল গাছ
যাচ্ছে না পাওয়া
কি করে যে হয়ে গেল
সহসাই হাওয়া!
প্রাচীন দালান ছিল
এই এখানেই
দালানের চিহ্ন আজ
নেই সেখানেই!
আস্ত দালানটাই
হয়ে গেছে গুম
ভাবনায় রাতগুলো
কাটে নির্ঘুম।
গাছ গুম
মাছ গুম
নদী গুম
নারী গুম
ঢোল গুম
পুল গুম
নাও সারি
সারি গুম
গুম গুম শুনে শুনে
মানুষের মন
আঘাতে আঘাতে সব
পাথর এখন।
নাই নাই তাই নিয়ে
ভেবে কোন লাভ নাই
বিচলিত ভাব নাই
আর কোন নাই নিয়ে।
পাথরের মত বাঁচে
অসহায় নাইয়ের কাছে
দিন যায় রাত যায়
বুকে হায় হায় নিয়ে।
বিল গুম
ঝিল গুম
কবিতার
মিল গুম
মেঘেরাই গুম করে
আকাশের তারা
তারকারা বুঝে গেছে
গুম করে কারা।
চমৎকার ছড়া। সময়োপযোগী এ ছড়ায় সমকাল প্রকটিত হয়েছে। ছড়াকারকে অভিনন্দন.?.