গুণীজন
মোসাঃলিপি
চিনিয়াছে যেবা তারে
ভুলিবে কেমন করে?
হিতোপদেশ আর অনুপ্রেরণায়
সমুজ্জ্বল যিনি হাজার হৃদয়।
জ্ঞান সাগরের গহীনে
সফল বিচরণে
যত টুকু তার আছে গ্রহণ
প্রয়াস তার পুরোটাই
করতে সমর্পণ
সদালাপ -সৌহার্দ্য বোধ
আর নানা গুণের সমাবেশে
সব হৃদয়ে আছ মিশে
তুমি এমনই জন।
তব তরে তাই
স্বশ্রদ্ধ সালাম নিবেদন। উদ্ভাসিত হৃদয় গাহে
তোমার জয়গান।
আমার লিখনিতে তোমায় প্রকাশ ;
সেতো দুঃসাধ্য কাজ,
তবুও লিখিয়া ফেললাম, ক্ষমা কর আজ।