শিগগিরই বাংলাদেশে অফিস চালু করবে গুগল। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের অফিসের জন্য পরিচালক নিয়োগ দিয়েছে। আর বাংলাদেশ অফিসের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন তানভীর রহমান।
জানা গেছে, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এ বিষয়ে বাংলাদেশে গুগলের অফিস চালুর বিষয়ে শিগগিরই ঘোষণা দেবেন। এর আগেই পরিচালক নিয়োগ দিলো প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
এদিকে তানভীর রহমান গুগলের শুধু বাংলাদেশের পরিচালক হিসেবেই নিয়োগ পাননি, গুগলের যুক্তরাষ্ট্র শাখার পরিচালক হিসেবেও নিয়োগ পেয়েছেন। তিনি একই সাথে দুই অফিসেই দায়িত্ব পালন করবেন।
বরিশালের ছেলে তানভীর নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, গুগলের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়াটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। শিগগিরই গুগল থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেয়া হবে। এতদিন যারা আমার উপর বিশ্বাস রেখেছেন তাদেরকে সম্মানিত করতে চাই।