মারা গেছেন গীতিকার-কবি গোলাম সরোয়ার সলোক। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রজিউন।আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।গোলাম সরোয়ার সলোকের ছেলে ফুয়াদ জানান, ৫ই আগষ্টে তার বাবা ব্রেন ষ্টোক করলে তাঁকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ১৭ই আগষ্ট তিনি মারা যান।এখন (সন্ধ্যা ৭.০০) তাঁকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। ১৮ই আগষ্ট শুক্রবার সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার জাগলবা গ্রামে নামাজে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
শিক্ষকতা দিয়ে চাকরী জীবন শুরু করলেও সুদীর্ঘ সময় ধরে চাকরি করছিলেন বাংলাদেশ বেতার ঢাকায়। লিখেছেন অসংখ্য গান ও কবিতা। তার লেখা গান বাংলাদেশ বেতার ও বিটিভিতে নিয়মিত প্রচার করা হয়।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, স্ত্রী, আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে যান।