গলায় মাছের কাঁটা বিঁধলে করনীয়
ডা. জাহাঙ্গীর হুসাইন (ডি.এইচ.এম.এস)
মাছের কাঁটা গলায় বিঁধলে আর দেরী না করে সরাসরি নিকস্থ হোমিওপ্যাথি চিকিৎসকের স্মরণাপন্ন হবেন।
কারণ, হোমিওপ্যাথিতে আকষ্মিক এই সমস্যার ভালো সমাধান রয়েছে। আর আপনি যদি মনে করে থাকেন যে, সব সময় আশে পাশে হোমিওপ্যাথি চিকিৎসক পাওয়া যায়না অথবা সেখানে গেলে আপনার পকেট কাটা যায়, তাহলে আপনি আপনার ঘরে কিছু মেডিসিন সংগ্রহ করে রাখতে পারেন। ওই হোমিওপ্যাথি মেডিসিনগুলি আপনার অথবা আপনার পরিবারের বিপদে উপকারে আসবেই।
০১। কার্বোভেজ সিএম শক্তি
আমি মাছের কাঁটা বিঁধলেই রোগীকে সর্বপ্রথম কার্বোভেজ সিএম পটেন্সির ১০ নাম্বার গ্লোবিউলস এর একটি পিল-ই ব্যবহার করে থাকি আর তাতেই মাছের কাঁটা দূর হয়ে যায়।
যতোদিন নাগাদ আমি এই কার্বোভেজ সিএম ব্যবহার করা শুরু করেছি ততোদিনে কোন একজন রোগীও ফিরে এসে বলেনি যে, তার গলায় বিঁধে থাকা মাছের কাঁটাটি দূর হয়নি। অর্থাৎ আমি এই মেডিসিনটিকে অব্যার্থ হিসেবে জ্ঞান করে থাকি।
সতর্কতা: স্তন্যদায়ি মাতাগণ কার্বোভেজ সিএম শক্তি সেবন করবেন না। কারণ এতে বুকের দুধ শুকিয়ে যেতে পারে এবং বিপি কমে যেতে পারে।
০২। সাইলেশিয়া ৩০/২০০
মাছের কাঁটা দুর করার মেডিসিনটি প্রয়োগ করার জন্য তেমন কোন বিশেষজ্ঞ চিকিৎসক হওয়া লাগেনা। শুধু আপনার হাতের কাছে যদি থাকে সাইলেশিয়া নামক মেডিসিনের ৩০ অথবা ২০০ পটেন্সি। মাছের কাঁটা দূরিকরণে এই মেডিসিনটির ব্যাপক প্রশংসা রয়েছে।
সতর্কতা: যাদের দীর্ঘমেয়াদী হাঁপানি/কাশি অথবা অপারেশনজণিত সেলাই রয়েছে তাদের জন্য সাইলেশিয়া খুবই ঝুঁকি হতে পারে। ফলে তাদেও জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
০৩। এনাগেলিস ৩০/২০০
শুধু মাছের কাঁটা নয়। শরীরের যে কোন স্থানে কাঁটা বিঁধলেই এনাগেলিস সেবনে কাঁটা বের হয়ে যায়। জলাতঙ্ক রোগেও এনাগেলিস একটি সুগভীর মেডিসিন হিসেবে সুনাম অর্জন করেছে।
০৪। হিপার সালফ৩০/২০০
গলায় ব্যথা ও মাছের কাঁটা আছে এমন অনুভবে হিপার সাল্ফ প্রশংসার দাবী রাখে।
কখনো কখনো অতিরিক্ত ব্যথার কারণে আর্নিকা মন্টেনা ৩০/২০০ প্রয়োজন হতে পারে।