সুখ স্মৃতি// হালিমা মুক্তা
প্রিয়জন চলে যায় রেখে যায় সুখ স্মৃতি
বলা না বলা কত স্মৃতিবিজড়িত গীতি।
তারা পৃথিবীতে নামে সাত রঙা আকাশের পর্দা ছিড়ে..!
শুকতারার মত আকাশে জ্বলজ্বল হয়ে প্রস্ফুটিত হয়।
কিছুক্ষণ মৌমিতার ঘ্রাণে সুবাসিত করে
আমাদের স্বপ্নের বাগান।
সোনার পালঙ্কে আয়েশের ভঙ্গিতে
তৃপ্তি নেয় নি হয়তোবা!
তারা মানুষের মন কে
গড়তে চায় কাব্যিক ছন্দে।
অন্য কোনো অসুখ নয়
এটাই তাদের সুখের অসুখ!
মানুষটি নেই
মানুষরা থাকে না কেউ কেউ
নিজে ক্ষয়ে রেখে যায়
মানুষ গড়ার সুখ স্মৃতি!
শ্রদ্ধা নিবেদনের এইতো সময়!
সময় পার হয়
কালের গর্ভে হারিয়ে যায় পৃথিবী
দৌড়ায় ব্ল্যাক হোলের দিকে
ভয়ঙ্কর ভাবে
যে আচ্ছন্ন করে পৃথিবীকে টানছে
বিনি সুতোয় টান!
নিজের কাছে প্রশ্ন
আমরা কী একদিন বিলীন হব!?
নাকি রেখে যাব কিছু সুখস্মৃতি!।