আজ ৪ঠা ডিসেম্বর খোকসা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৪ঠা ডিসেম্বর পাকিস্থানী হানাদার ও মিত্রবাহিনী রাজাকারদেরকে পরাস্ত করে কুষ্টিয়ার খোকসা থানাকে মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা।
উপজেলার বিভিন্ন পয়েন্টে ছিলো রাজাকার বাহিনীর শক্ত ঘাঁটি । এই জনপদে হত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ওঠে এলাকার মুক্তিযোদ্ধারা প্রথমে তারা পাকিস্তানি পুলিশ উৎখাতের উদ্দেশ্যে থানা দখলের পরিকল্পনা করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের তিন তারিখে আনুমানিক রাত ১১ টার দিকে মুজিববাহিনীর কমান্ডার আলাউদ্দিন খান এর নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা থানা দখলের জন্য চারদিক থেকে আক্রমণ করেন। রাতভর গুলি বিনিময়ের পর সকালে পুলিশ ও রাজাকার সদস্যরা আত্মসমর্পণ করে।
পরে তারা ৪ঠা ডিসেম্বর খোকসা থানায় বাংলাদেশের পতাকা উত্তোলন করেন । দখল করা প্রচুর আগ্নেয়াস্ত্র ও আটককৃতদের নিয়ে বীর মুক্তিযোদ্ধারা নিরাপদে ক্যাম্পে পৌঁছালে ওই দিনই পাক হানাদারদের একটি বড় দল আবারও থানা দখলের চেষ্টা করে। পরে মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পাকিস্তানি সেনা দলটি খোকসা ত্যাগ করতে বাধ্য হয়। হানাদার মুক্ত হয় আমাদের খোকসা।