কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ইমরানের পরিবারকে সেলাই মেশিন প্রদান করেছে খোকসার স্বেচ্ছাসেবী সংগঠন “জোনাকির আলো”।
সম্প্রতি কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলার বি মির্জাপুর গ্রামের ইমরান নামের একজন ভ্যান চালক ট্রাক চাপায় নিহত হয়। একমাত্র উপার্জনক্ষম ইমরানের মৃত্যুতের তার পরিবারে নেমে আসে শোকের ছাঁয়া। অভাব অনটন হয় তাদের নিত্য সঙ্গী। এঘটনায় বিভিন্ন একাধিক মানবিক সংগঠন নিহত ইমরানের পরিবারের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় এবার এগিয়ে এলো আরেকটি মানবিক সংগঠন জোনাকির আলো। জোনাকির আলো ইমরানের স্ত্রীকে একটি সেলাই মেশিন দিয়েছেন।
সেলাই মেশিন প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মামুন শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, জোনাকির আলো’র স্বেচ্ছাসেবক তুফান হোসেন, ও মনা হোসেন। সেলাই মেশিন প্রদান কালে উপস্থিত সংগঠন সভাপতি বলেন, সমাজের বিত্তবানদের অনুগ্রহ দৃষ্টির সাথে সাথে সামগ্রিক সহায়তা পেলে জোনাকির আলো সমাজের প্রতিটি সমস্যার সমাধান কল্পে এগিয়ে আসবে।