কুষ্টিয়ার খোকসা থানা ও পৌর বিএনপি’র উদ্যোগে দলটির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। বৃহস্পতিবার বিকেলে খোকসা থানা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলীর বাস ভবন আঙ্গিনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপি’র আহবায়ক সৈয়দ আমজাদ আলী। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী ভার্চুয়াল সভাপতিত্ব করেন।এ সময় উপস্থিত ছিলেন, খোকসা থানা বিএনপির যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান কাজল, যুগ্ম আহবায়ক ও সাবেক শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মমিনুর রহমান,যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, আহবায়ক কমিটির সদস্য, কাউছার উল আলম স্উদ, আবুল কালাম আজাদ, যুবনেতা মনিরুজ্জামান শরীফ, ফজলুর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী।