মাজেদুল ইসলাম, কুষ্টিয়া# ১৪ ডিসেম্বর বুধবার কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবিদেরকে স্মরণ করে “শহীদ ও বুদ্ধিজীবি দিবস” পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত ওয়ারেণ্ট অফিসার, ১নং মোড়াগাছা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসান আলী মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, সহকারী শিক্ষক মোঃ সেলিম হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোছাম্মৎ তাসলিমা আক্তার, মৌসুমী খাতুন, রোকেয়া খাতুন, তাহমিনা খাতুন, মোঃ আনিসুল ইসলাম, মেরিনা খাতুন, সালেহা খাতুন, মোঃ বদিউজ্জামান প্রমূখ।
১৯৭১ সালে ১৪ ডিসেম্বরে শহীদদের আত্মত্যাগের বিষয়ে আলোচনা, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগীতা, সৃজনশীল লেখালেখি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।