স্টাফ রিপোর্টার, খোকসা: কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে ছিনতাকারী ও মাদকসেবীদের ঘুরতে দেখা যাচ্ছে। তারা সুযোগ পেলেই কেড়ে নিচ্ছে পথচারীদের মোবাইল ফোনসহ অন্যান্য মামালাল। জানা যায়, সোমবার উপজেলার সিঙ্গড়িয়া গ্রামের আব্দুর রশিদ খন্দকার এর নাতি ছেলে মোঃ নাসিম উদ্দিন বাই সাইকেলযোগে সন্ধ্যার সময় বিলজানি থেকে তার নানাবাড়িতে ফিরছিলো। এ সময় পাইকপাড়া মির্জাপুরের ফুলতলা নামক স্থানের স’ মিলের কাছাকাছি এলে একটি মোটর সাইকেলযোগে দুজন মুখবাঁধা ব্যাক্তি তাদের গতি রোধ করে এন্ড্রয়েড মোবাইল ফোন কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। নাসিম চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।
কিছুক্ষণ পরে তারা সিঙ্গড়িয়া কালীবাড়ির নিকটে পৌঁছালে ওই মোটর সাইকেল আরোহীদের দেখতে পেয়ে আবারো চিৎকার করলে ছিনতাইকারীরা সেখান থেকে শোমসপুরের দিকে দ্রুত পালিয়ে যায়।বাইসাইকেল চালিয়ে তাদের পিছে ধাওয়া করে ধরা সম্ভব হয়নি। এব্যাপারে ভুক্তোভোগীরা জানান, থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং53, তারিখ 02.02.2022। এ ব্যাপারে এলাকার একাধিক ব্যাক্তির সাথে কথা বলে জানা যায়, শীতের রাত হওয়ায় রাস্তায় পথচারীর সংখ্যা অনেকটা কম থাকায় মাদকসেবী এবং ছিনতাইকারীরা সুযোগ নিয়ে থাকে। তারা হোন্ডা চালিয়ে লোকাল সড়কগুলোতে ঘোরাফেরা করে । সুযোগ পেলে পথচারীদের গতিরোধ করে ছিনতাই করছে। প্রশাসনের আশু নজরদারী বৃদ্ধি করার অনেুরোধ জানিয়েছেন এলাকাবাসী।