সাংগঠনিক সফরের এক পর্যায়ে গতকাল রাতে কুষ্টিয়ার খোকসায় সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম।
জানা যায়, ১৭অক্টোবর২৪, বৃহস্পতিবার রাজবাড়ীর পাংশা উপজেলার আজিজপুর রশিদীয়া কওমী মাদরাসা, বালিয়াকান্দির রসুলপুর মাদরাসাসহ জেলার বিভিন্ন স্থানে সফর শেষে কুষ্টিয়া জেলার খোকসাতে সাময়িক বিশ্রাম নেন।
রাত আনুমানিক ১২টার সময় শহরের শহীদ বরকত ফিলিং স্টেশনে এই বিরতির সময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের খোকসা উপজেলা শাখার সহসভাপতি আনেয়ার খান। যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর হুসাইন, সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসসহ আরো অনেকে।
এ সময় ইসলামি আন্দোলনের এই নেতা দেশ জাতির কল্যাণে মোনাজাত শেষে নেতা কর্মিদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মুলক পরামর্শ দেন।