কুষ্টিয়ার খোকসায় লড়ি চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, রোববার বিকেলে সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের হাসিমপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বরইচারা গ্রামের রফিকের ছেল রাতুল (10) এবং মোড়াগাছার আক্তার মালিথার ছেলে শাহেদ(14)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ওই দুই শিশু সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো্। এমতাবস্থায় রাজবাড়ী মুখী ষোলো চাকার মালবাহী লড়ী তাদেরকে পিষ্ট করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘাতক লড়িকে আটকাতে পারেনি কেউ।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দরা ক্ষিপ্ত হয়ে প্রায় ঘন্টাখানেক সড়কটিকে অবরুদ্ধ রাখে। পরে কুমারখালী, খোকসা ও হাইওয়ে পলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানান, রাতুল তার খালার বাড়িতে বেড়াতে এসে এই দূর্ঘটনার শিকার হন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, সাংবাদিকদের জানান, ঘটনা স্থলে উত্তেজিত জনতাকে পুলিশ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে এবং ময়নাতদন্তের জন্য লাশদুটিকে হাইওয়েপুলিশ তাদের হেফাজতে নিয়েছে।