কুষ্টিয়ার খোকসা উপজেলায় দুই মাদক কারবারিকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন – উপজেলার ওসমাপুর ইউনিয়নের আজৈল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আয়নাল হোসেন (২৫) ও আলাউদ্দিনের ছেলে হাসান রেজা (৩৪)। তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পুকুর পাড় থেকে আয়নাল হোসেনকে (২৫) দুই পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
অন্য মামলায় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিলজানি বাজারে অভিযান চালিয়ে দুই পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করা হয় হাসান রেজাকে (৩৪)।
খোকসা থানার ওসি সৈয়দ মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।