কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা হাচেন আলী শেখ মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার ভোর রাতে তিনি উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের রাধানগর গ্রামে নিজ বাসগৃহে মৃত্যু বরণ করেন। দুপুরে রাধাবগর ঈদগাহ ময়দানে গার্ড অব অনারের পর জানাজা শেষে একই গ্রামের কবর স্থানে দাফন করা হয়।
এসময় খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন, খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদ নেতা ও রাজবাড়ী-দু্ই আসনের সাবেক সাংসদ আব্দুল মতিন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি মহাসীন আলী, কুৃমারখালীর নেতা এটিএম আবুল মনসুর মজনু, খোকসা উপজেলা জাসদ নেতা মিজানুর রহমান মিজান, এ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল ও এ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জয়ন্তীহাজরা ইউপি সদস্য আব্দুস শকীব খান সহ মরহুমের স্বজনরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গিয়েছেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্য জণিত রোগে ভূগছিলেন।