খোকসায় বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালনে পুলিশি বাধা
ভ্রাম্যমান প্রতিনিধি# কুষ্টিয়ার খোকসায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষ্যে খোকসা থানা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীগন সকালে খোকসা বাজারস্থ বিএনপি কার্য্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। অতঃপর শোভাযাত্রাসহ মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্পস্তবক অর্পন করেন।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অফিসের দিকে ফিরতে চাইলে পুলিশি বাধার সম্মুখীন হন। ওখানেই সংক্ষিপ্ত সমাবেশে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষ করা হয়। খোকসা থানার এসআই মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একদল পুলিশের বাধার মুখে বিএনপি কার্য্যালয় বন্ধ এবং দলীয় পতাকা নামিয়ে ফেলতে বাধ্য হয়।
এসময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান কাজল, পৌর বিএনপি সহ সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক ইস্তেকবাল চয়ন, বিএনপি নেতা আমিন উদ্দিন বিশ্বাস, থানা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজা, যুবনেতা কামরুজ্জামান শরিফ, রেজাউল, টিটো, আলতাফ, রাজ্জাক, রিন্টু, ছাত্র নেতা ইবরাহিম হোসেন জিকু ও থানা, পৌর বিএনপি ও অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।