কুষ্টিয়ার খোকসায় বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন করা হয়েছে।উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী এর নেতৃত্বে শনিবার সকালে খোকসা থানা – পৌর বিএনপি ও অংগ সংগঠনের একদল নেতৃবৃন্দ খোকসা বাজারের প্রধান সড়কে বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন কর্মসূচী শুরু করেন।
এরপর বর্ণাঢ্য র্যালী নিয়ে বিএনপি নেতাকর্মীরা খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ বেদীতে পূস্পস্তবক অর্পণ করেন এবং র্যালী শেষে পূণরায় বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী এতে নেতৃত্ব দেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান কাজল, যুগ্ন-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, যুগ্ন-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, , পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ইস্তেকবাল চয়ন, বিএনপি নেতা কায়সার-উল-আলম সউদ, আমিন উদ্দিন বিশ্বাস, যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজা, যুবনেতা কামরুজ্জামান শরীফ, শামীম হোসেন, টিটো, ছাত্রনেতা খাইরুল ইসলাম, যুবনেতা মানিক, মনিরুজ্জামান একরাম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।