বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) খোকসা, কুষ্টিয়ার উদ্যোগে বুধবার সকাল ১১ ঘটিকায় সুবিধাভোগী কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মানিকাট গ্রামের সুবিধাভোগী কৃষক ও অপ্রধান শস্য উৎপাদন দলের ম্যানেজার মোঃ আশরাফ আলী খানের প্রদর্শনী প্লটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় উচ্চ মুল্যের অপ্রধান শস্য উৎপাদন, বাজারজাতকরণ, ও সংরক্ষণের মাধ্যমে কৃষকদের মোটিভেশন, প্রশিক্ষণ, পর্যবেক্ষণ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে এই কর্মসূচির আওতায় মাত্র ৪% সুদে কৃষকদের মাঝে ঋণ প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় বিআরডিবির উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কৃষকদের উৎপাদিত সুপার কিং জাতের পিঁয়াজ উত্তোলন ও প্রদর্শনী প্লট পরিদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খোকসা উপজেলা পল্লী উন্নয়ণ কর্মকর্তা মোঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির কুষ্টিয়া জেলার উপ-প্রকল্প পরিচালক আফরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার সিনিয়র পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফিরোজ আহমেদ, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস শেখ, অপ্রধান শস্য বিশেষজ্ঞ এস এম সারোয়ার হোসেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রাশেদুজ্জামান রাজীব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, খেলাফত হোসেন, বিআরডিবি মাঠ সংগঠক ইস্তেকবাল চয়ন, রিপন মন্ডল, হিসাব সহকারী অরবিন্দু কুমার বিশ্বাস প্রমূখ। সভায় বক্তারা এ কর্মসূচির আওতায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, দারিদ্র্য বিমোচনে কৃষকদের স্বল্প সুদে ঋন প্রদান সহ স্বাবলম্বী করতে সব ধরনের সহযোগিতা করা হবে। এসময় পিঁয়াজের কম মূল্যের কারণে কৃষকদের হতাশা প্রকাশ পায়।