কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় প্রগতি সংঘের উদ্দ্যোগে ২৪ জন দরিদ্র তাঁতীদের মধ্যে তাঁত উপকরণ বিতরণ করা হয়।
বুধবার সকালে উপজেলার জয়ন্তীহাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে তাঁত উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে প্রগতি সংঘের উদ্দ্যোগে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মাসিলিয়া গ্রামের ২৪জন দরিদ্র তাঁতীকে বিনামূল্যে তাঁত উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে আব্দুস সজীব খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাম্মী আক্তার যুথি, শোমসপুর সোনালী ব্যাংকের ম্যানেজার পার্থ প্রতীম ঘোষ, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, জয়ন্তীহাজরা ইউপি সদস্য আব্দুস শকীব খান টিপু।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের প্রকল্পের জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে ধন্যবাদ জানায়। এই অল্প পুঁজি দিয়ে আরো উন্নতি করার জন্য তাঁতীদের পরামর্শ দেন।