খোকসায় জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার বিকালে(2রা নভেম্বর2021)কুষ্টিয়ার খোকসায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে উপজেলার বাসস্ট্যান্ডে এক আলোচনা সভারও আয়োজন করে দলটির খোকসা উপজেলা শাখা।। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২ আসনের সাবেক এমপি জাসদ নেতা আব্দুল মতিন মিয়া । আলোচনা সভায় বক্তারা জাসদের সৃষ্টির লক্ষ ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে জাসদের স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কুমারখালী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, কুষ্টিয়া জেলা যুব জোটের সভাপতি মাহবুব হাসান, খোকসা উপজেলা যুবজোটের সভাপতি মোল্লা বদরুজ্জামান দুর্জয়, মহব্বত আলী মহব্বত, পাংশা উপজেলা সভাপতি সাইফুল ইসলাম ধিরাজ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান মিজান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সাইফুজ্জামান রুবেল।