কাজ মানুষকে মহান বানায়, কোন কাজই ছোট নয় এই শ্লোগানে চাঁদ মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ০৬ সেপ্টেম্বর ২০২৩ রোজ বুধবার সংস্থার নিজস্ব অফিস কক্ষে প্রতিবন্ধী ও বেকার যুবকদের কাগজের ঠোঙ্গা তৈরীর প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা সমাজ সেবা অফিসার জনাব হাসানুজ্জামান।
চাঁদ মানব উন্নয়ন সংস্থার সভাপতি জনাব মুহা. কামরুজ্জামান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও গবেষক জনাব কার্তিক চন্দ্র বিশ্বাস, জনাব মোঃ শামসুজ্জামান, জনাব জায়েদ হাসান, জনাব মোঃ আনারুল ইসলাম, জনাব মোঃ জুবায়ের রহমান, জনাব মোঃ ফজল ইসলাম, জনাব মোঃ তৌফিক আহমেদ, জনাব মোঃ আবু বক্কর, জনাব মোঃ অনিক, জনাব মোঃ নাঈম। প্রশিক্ষণে ০৮ জন প্রতিবন্ধী ও ১০ জন বেকার যুবকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ ও অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোঃ শিহাব উদ্দিন।