খোকসা সংবাদদাতা, কুষ্টিয়া। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের উঠতি বয়সীরা ক্রমাগত মাদকের দিকে ঝুঁকে পড়ছিলো। এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলো অভিভাবক মহল। তারা অনুসন্ধান করতে থাকে এই মাদকদ্রব্য কে বা কারা বিকিকিনি করে থাকে।বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়ে তারা জানতে পারে এই মাদক ব্যবসায়ী একজন প্রভাবশালী মাদকবিক্রেতা। জোটবদ্ধগ্রামবাসী সুযোগ খুঁজতে থাকে তাকে আটকের। প্রায় একযুগের প্রচেষ্টার পর এবার হাতেনাতে ধরে ফেলে সেই চিহ্নিত মাদক কারবারিকে। পরে গোটাকয়েক উত্তমমাধ্যম দিয়ে তারা খবর দেয় খোকসা থানা পুলিশকে। পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে থানায়। তার নামে রয়েছে ডজনখানেক মামলাও। বলছি, কুষ্টিয়ার খোকসার মাদক সম্রাট খোকন শেখ (35)এর কথা।
খোকন শেখ তার অদৃশ্য ক্ষমতার দাপটে পুরো ইউনিয়নে চালিয়ে বেড়াচ্ছিল মাদকের রমরমা কারবার। কিন্তু ঘটনার দিন রবিবার রাতে সে একজন গেরস্থের বাড়ির সামনে ইয়াবা ট্যাবলেট বিক্রয়রত অবস্থায় এলাকাবাসীর ধাওয়া খেয়ে দৌড় দিলেও শেষ রক্ষা হয়নি।
এ সময় তার কাছ থেকে ১’শ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ব্যাপারে খোকসা থানার এসআই সৈয়দ আজাদ আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, মাদক সম্রাট টোকনের বিরুদ্ধে খোকসা থানায় ডজনখানেক মাদকের মামলা রয়েছে। দীর্ঘদিন সে মাদক বিক্রি পেশার সাথে জড়িত বলেও ওসি নিশ্চিত করেন।