সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খোকসায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের পৌনে দুই বছর পর সমন্বয়ের মাধ্যমে গঠিত পূর্নাঙ্গ কমিটি স্যোসাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।
বুধবার দিনগত রাত ১০টার পরে ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি সোস্যাল মিডিয়ায় প্রকাশিত করা হয়। পূর্ব ঘোষনা অনুয়ায়ী বাবুল আখতারকে সভাপতি ও প্রভাষক তারিকুল ইসলাম তারিককে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক এ কমিটির অনুমোদন দিয়েছেন।
এ কমিটিতে রহিম উদ্দিন খানসহ ৯ জন সহসভাপতি ও ওয়াহিদুল ইসলাম, আল মাছুম মোর্শেদ শান্ত এবং সেলিম রেজাকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। এই কমিটির গুরুত্বপূর্ন পদগুলোতেও ব্যপক রদবদল করা হয়েছে। ৬ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে কমিটি অনুমোনের স্বাক্ষর করা হয়েছে।
দলটির সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে জেলার সবকটি উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনার জন্য দলের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে সোমবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সৌহাদ্য পূর্ন পরিবেশে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি হাজী সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ খোকসা-কুমারখালী আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ উপস্থিত ছিলেন। তবে ২০১৯ সালে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষিত খোকসা উপজেলা আওয়ামী লীগের অসম্পুর্ন কমিটির সভাপতি বাবুল আখতার ও সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম নিজেরা সমন্বয়ের মাধ্যমে পৌরসভারসহ ৯টি ইউনিয়নের কমিটি চুড়ান্ত করেছেন। সমন্বয়ের মাধ্যমে গঠিত এসব কমিটির মধ্যে বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের চুড়ান্ত কমিটির স্যোাসাল মিডিয়ায় প্রকাশ করা হয়।
গত ২০১৯ সালের ২৫ নভেম্বর স্থানীয় হাই স্কুল মাঠে খোকসা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মঞ্চদখল কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়। আওয়ামী লীগ ও ছাত্র লীগের দলীয় অফিস ভাংচুর করা হয়। অবশেষে কেন্দ্রিয় নেতাদের হস্তক্ষেপের পর সম্মেলন অনুষ্ঠত হয়। এক পর্যায়ে নেতাকর্মীদের চাপের মুখে বাবুল আখতারকে সভাপতি ও প্রভাষক তারিকুল ইসলামকে সাধারন সম্পাদক করে কমিটির প্রধান ৬টি পদের বিপরিতে মনোনীতদের নাম ঘোষনা করা হয়। কিন্তু প্রায় পৌণে দুই বছর পার হয়ে গেলেও পূর্নাঙ্গ উপজেলা কমিটির বাঁকী পদ গুলোসহ পৌরসভা ও ৯টি ইউনিয়নের কমিটি ঘোষনা বন্ধ হয়ে যায়। অবশেষে সোমবার সমন্বয় বৈঠকের মধ্যদিয়ে সাংগঠনিক সমস্যা দূর হওয়ায় এ কমিটি ঘোষনা করা হয়।