খোকসার ১৮জন লেখককে সাহিত্য সম্মাননা প্রদান করলো YDF
BDBhumi News: কুষ্টিয়ার খোকসা উপজেলার ১৮জন লেখককে সাহিত্য সম্মাননা প্রদান করেছে ইয়থ ডেভলপমেন্ট ফোরাম নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
৩মার্চ বিকালে উপজেলার বাঁচতে শেখা মোড়ের এ্যারাবিয়ান ফুড সেন্টারে ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল এই সম্মাননা প্রদান করেন৷অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খোকসা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান কবি ওয়াজেদ বাঙালি। তার ঐকান্তিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে নিভৃতচারী এসব গুণী লেখকদের একত্রিত করে এই সম্মাননা প্রদান করা হয়।
এ বিষয়ে আশিকুল ইসলাম চপল জানান, আমরা সব সময় মানুষের পাশে থাকতে চাই। গুণজিনের সম্মান দিতে চাই। কারণ, যে সমাজে গুণির কদর নেই , সেই সমাজে গুণি জন্মাতে পারে না।
সম্মাননা প্রাপ্তরা হলেন-
মুহ: রেজা উল করিম, আবুল কাশেম, সাজেদা আশরাফ, জালাল শেখ, মদন মহন বিশ্বাস, শামসুদ্দিন আহমেদ (মুসাফির), আসলাম হোসেন,ড.জোৎস্নালিপি, মোহা: রেজাউল হোসেন, মুহাঃ কামরুজ্জামান, পিএম সিরাজুল ইসলাম (সিরাজ প্রামাণিক), চমক হাসান, জান্নাত কেকা,জিল্লুর রহমান লালন,রহমান মাজিদ,মোঃ জয়নাল আবেদীন, খন্দকার জাহাঙ্গীর হুসাইন
ও মনিরুল ইসলাম মনি।