আসন্ন শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে করে উৎসবের আমেজ বিরাজ করছে কুষ্টিয়ার খোকসা উপজেলার সর্বত্র। চায়ের দোকান থেকে শুরু করে মাঠে ময়দানে শোনা যাচ্ছে নানান গুঞ্জন। এদিকে চেয়ারম্যান পদপ্রার্থী ও তার সমর্থকদের মধ্যে শুরু হয়েছে দৌড়ঝাঁপ।
পিছিয়ে নেই সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি সমর্থিত জাসদ মনোনীত প্রার্থী মোঃ বদর উজ্জামানও। তিনি শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে কোমড় বেঁধে লেগেছেন। ইতো:মধ্যে ক্রয় করেছেন দলীয় মনোনয়নের জন্য নির্ধারিত ফরমও।
মোঃ বদর উজ্জামান বাংলাদেশ ভূমিকে জানান, আসন্ন এই ঘোষিত নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদ তাকে সমর্থন ও সহযোগীতা করছে। জাসদের দলীয় প্রতীক মশাল মার্কাই তিনি পেতে যাচ্ছেন।
সেই মোতাবেক তিনি কাজ করে যাচ্ছেন। তিনি আশা করছেন জনগণ তাকে ভোট দিয়ে চেয়াম্যান নির্বাচিত করবে।