কুষ্টিয়ার খোকসা উপজেলার মানিকাট গ্রামে বসতবাড়ীতে আগুন লেগে পু্ড়ে ছাই হয়ে গেছে গবাদিপশু ও ঘরবাড়ী।
জানাগেছে, বৃহস্পতিবার ভোর রাতে গোয়ালঘরে মানিকাট গোরস্থান পাড়া মৃত ওলিউল্লাহ বেগ এর মেয়ে হালিমা খাতুন হুক্কির গোয়াল ঘরে আগুন লাগে। খবর পেয়ে খোকসা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু পুড়ে শেষ হয়ে ঘরবাড়ি, দুধের গাভীসহ দুটি গরু, তিনটি ছাগল ও মালামাল।
ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে সৃষ্ট আগুন থেকে এই আগ্নিকান্ড ঘটে থাকতে পারে।