শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার গ্রামে বিয়ে বাড়িসহ পৃথক পৃথক স্থানে বজ্রপাতে তিন নারী আহত হয়েছে।
জানা যায়, এগারো জুন শুক্রবার সন্ধ্যায় শিমুলিয়া ইউনিয়নের বশোয় গ্রামের রেজা শেখের বাড়িতে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। তখন রেজা শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠানিকতা চলছিল। এসময় উৎসব প্রমোদে মাতোয়ারা আব্দুর রাজ্জাকের স্ত্রী রাশিদা (৪৫) ও মন্টুর স্ত্রী লিপি (৪৫) গুরুতর আহত হয়।
একই সময়ে পাশের শেখপাড়া বিহারিয়া গ্রামের দবিরের স্ত্রী স্মৃতি (২৫) বজ্রপাতে আহত হয়। বজ্রপাতে আহতরা বাক ও শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। আহতদের যথাযথ চিকিৎসা চলছে।