সন্ধার আকাশে হঠাৎ একটি রহস্যময় আলোকরশ্মির দেখা মিলল।সামাজিক যোগাযোগমাধ্যমে এই আলোক রশ্মিকে নিয়ে ব্যাপক কৌতুহলের কথা জানানো হচ্ছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কুষ্টিয়ার খোকসা উপজেলার বিভিন্ন এলাকা থেকে সন্ধ্যার আকাশে হঠাৎ এ আলোকরশ্মি দেখা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আকাশের উপরিভাগে ওই আলো দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ১ থেকে ৩ মিনিট পর্যন্ত ওই আলোক রশ্মি একই স্থানে কিছুক্ষণ স্থির থেকে দ্রুতগতিতে ছুটে নিভে যায়। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে কৌতূহল দেখা গেছে। উপজেলার মোড়াগাছা ইউনিয়নের জিহাদ জানান, আকাশে হঠাৎ একটি বিশাল আলো দেখতে পেলাম, মুহুর্তের মধ্যে তা মিশে গেলো।
সোহানুর রহমান সিয়াম তার ফেসবুকে লেখেন, আকাশের দক্ষিণ দিকে হঠাৎ করে একটি আলো দেখতে পাই। সেটি বেশ উজ্জ্বল ছিল। দ্রুত গতিতে সেটি আবার কিছুক্ষণ পর হারিয়ে যায়। বিষয়টি নিয়ে সাধারণ জনতার মাঝেও দেখা দিয়েছে কৌতূহল।
বিষয়টি বাংলাদেশ ভূমি’র ভ্রাম্যমান প্রতিনিধি ওয়াসিম আকরাম রিয়াদ খোকসা থেকে মুঠোফোনে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।