খোকসায় শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আব্দুল মজিদ খান
খন্দকার জাহাঙ্গীর হুসাইন# কুষ্টিয়ার খোকসায় শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা তাদের ভোট প্রদান করেন। এতে শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ এর প্রস্তাবিত কমিটির সভাপতি আব্দুল মজিদ খান এর প্যালেনটি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এ দিকে পরাজিত হয়েছেন আরেক আওয়ামীলীগ নেতা আনছার আলী প্রামানিক এর প্যালেনটি।
ভোট গণনা শেষে প্রেস ব্রিফিংয়ে খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোহাম্মদ নাজমুল হক জানান, দু’টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করে আব্দুল মজিদ খান ৫ সদস্য নিয়ে জয়লাভ করেন।
আব্দুল মজিদ খান প্যানেলের আবু জার ২১৮ ভোট, আশরাফুল ইসলাম ২১৩ ভোট, জাহাঙ্গীর হোসেন বাবু ২০৮ ভোট, আব্দুর রাজ্জাক ২০৩ ভোট পেয়েছে।
এছাড়া মহিলা সংরক্ষিত আসনে সুবাসী খাতুন ২২৯ ভোট পেয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোহাম্মদ নাজমুল হক বলেন, স্বতঃস্ফূর্তভাবে অত্র বিদ্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী, সাধারণ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি, মিডিয়াকর্মীদের উপস্থিতিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে।
নবনির্বাচিত সভাপতি আব্দুল মজিদ খান বাংলাদেশ ভূমিকে জানান, অবাধ সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে। সেখানে তার প্যানেলটি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। নিতি বিদ্যালয়ের উন্নয়নে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।