স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার খোকসায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও নিহত যুবদল কর্মী শাওনসহ অন্যদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে খোকসা থানা ও পৌর বিএনপির উদ্দ্যোগে শনিবার বিকালে খোকসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ আমজাদ আলীর সভাপতিত্বে দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা,গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহমেদ রূমী। তিনি বলেন,গত ১৫ বছরে ৩৫,০০,০০০+ মিথ্যা রাজনৈতিক মামলা ২০,০০০+ নেতা-কর্মী খুন ১০০০+ নেতা-কর্মী গুম ৩০০০+ নেতা-কর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার এবং আরো অজস্র নির্মম,নির্বিচার,নির্বিবাদ অত্যাচার,অবিচারে বিধ্বস্ত হয়েও যে রাজনৈতিক সংগঠনটি হাসিমুখে জীবনের জয়গান গেয়ে যাচ্ছে, সাথে দেশ-মাটি-মানুষের চোখের স্বপ্ন ও বুকের আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে, সেই সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুভ জন্মদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), এভাবেই মাথা উঁচু করে বেঁচে থাকো, আর বাঁচিয়ে রাখো ৫৫,০০০ বর্গমাইল বিস্তৃত এই ভূমি।
তিনি সকল নেতা কর্মীদের দুর্বার আন্দোলন গড়ে তুলে এই জালিম অবৈধ সরকারের পতন ঘটানোর জন্য আহবান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান কাজল, যুগ্ন-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, যুগ্ন-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, আব্দুল আজিজ, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ইস্তেকবাল চয়ন, বিএনপি নেতা কায়সার-উল-আলম সউদ, আমিন উদ্দিন বিশ্বাস, যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজা, যুবনেতা কামরুজ্জামান শরীফ, শামীম হোসেন, টিটো, ছাত্রনেতা খাইরুল ইসলামসহ থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় নারায়নগঞ্জে পুশিলের গুলিতে নিহত যুবদল কর্মীর মৃত্যুতে গায়েবানা জানাজা নামাজ এর আয়োজন করা হয়। এতে খোকসার বিভিন্ন স্তরের মানুষ অংশ গ্রহণ করেন