ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে দেখতে আসে বড় ভাই। মৃত ভাইয়ের নিথর দেহ, মলিন মুখ দেখেই মৃত্যুর কোলে ঢলে পরেন বড় ভাই। এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা পৌরসভার ৫ নং ওয়ার্ডে। গতরাত বৃহস্পতিবার আনুমানিক ১ টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ছাল্লেক শাহ ( ৫৫) গ্যাসফরম করে মৃত্যু বরন করেন।
এই খবর শুনে মালিগ্রাম গোরস্থান পাড়ায় বসবাসরত বড় ভাই খালেক শাহ (৬৫) দেখতে আসেন। ছোট ভাইয়ের মৃত মুখ দেখে তিনিও স্টোক করে ঘটনাস্থলে মারা যান বলে জানা গেছে। এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। একই সাথে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। সহদোরের জানাযা শুক্রবার বাদ জুম্মা জানিপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।