খন্দকার জাহাঙ্গীর হুসাইন এর ছড়া
এক
তুমিই প্রভূ
কে তুমি ঐ পূব আকাশে
ছড়াও রবির আলো?
রাত্রী আনো দিনের শেষে
আঁধার করো কালো?
চাঁদের কেগো মূগ্ধকারক-
নিয়ন আলো দিলে?
প্রেমের পরশ বুলাও কেগো
আকাশ ভরা নীলে?
কে তুমি আজ পাখির গলে
দিলে প্রেমের সুর?
কোথায় তোমার বসত বলো
থাকছো কত দূর?
কে দিলে এই নদীর জলে
শান্ত-প্রবল ধারা?
বন-বাদারে ভরা যমীন
আকার জোড়া তারা।
মেঘ পরশি পাহাড় দিলে
মাটির তলের পানি
কে করেগো মাখলুকাতের
এতো মেহেরবানী?
সেতো তুমিই, তুমিই প্রভূ
মহান রহমান
এই হৃদয়েই বসত তোমার
করছো সকল দান।
………………………..
১১/০২/১৮
সাভার,ঢাকা।
দুই
খুলুকুল আজীম
মা আমেনার কোলটি জুড়ে
আলোর প্রভা নেমে,
করলো মরু আলোকিত
আলোক ঝরা প্রেমে।
বধির মুখে ফুটলো বানী
অন্ধ পেলো জ্যোতি,
জুলুমবাজ আর ভূত পূজারী
করলো স্বীকার নতি।
মরু ভূমির তপ্ত বাতাস
হঠাৎ হলো শান্ত
ঝিরঝিরে বাও বয়ে গেল
সব অনাচার ক্ষ্যান্ত।
এক গোলাপের সুবাস নিয়ে
লক্ষ গোলাপ ফুটলো
ফুলের মধু পান করে সব
মক্ষিকার ভুল টুটলো।
মরু ভূমির ওই গোলাপটিই
খুলুকুল এ আজীম
আকাশ-আলোক, সাগর-পাহাড়
সবাই করে তাজীম।
১৬সেপ্টেম্বর২০১৮
তিন
বিশ্বনবী (সঃ)
বিশ্বনবীর আগমনে বিশ্বভূবন হাসে
আকাশ-আলোক সাগর-নদী সবাই ভালোবাসে।
বিশ্বনবী বিশ্ববাসীর জন্য রহমত
বিশ্বের সকল জ্ঞানীজনে জানায় সহমত।
অবিশ্বাসের-বিষ তুলে নবী আনলো ঈমান ধারা
রাজ রাজত্ব ফিরে পেলো সকল ঈমান হারা।
তাইতো আজো আমরা বলি আল্লাহ একক আহাদ
তোমার তরে হাজার সালাম বিশ্বনবী মুহাম্মাদ (সঃ)
১০/১২/১৬
চার
মুহাম্মদ (সঃ)
আরবের বুকে এলো এক ভুল ভাঙানো নূর
সেই সে নূরের ঝলকানীতে আঁধার হলো দূর।
হলো মরু আলোকিত মেঘে দিলো ছাঁয়া
বৃক্ষ-তরু সালাম করে দিয়ে পরম মায়া।
মানুষ,পশু, সহায়হীনে সবাই পেলো ঠাঁই
মানবতার এমন পুরুষ তার মতো আর নাই।
সব মানুষের একই সুরে একই আহবানে
বুকে বুকে বুক মিলিয়ে দিলেন একটি গানে।
কালো- ধলো রইল না আর তফাৎ কারো মনে।
যুগের সেরা যুগ দিয়েছেন নূর মুহাম্মদ ধনে। (সঃ)
পাঁচ
মা যে আমার মা প্রিয় মা
আমায় যিনি সবার থেকে
একটু বেশি ভাবেন
সকাল দুপুর কিংবা রাতে
আমি খেলেই খাবেন
তিনি কী আর অন্য কেহ?
পরাণ আমি অংশ দেহ
তিনিই আমার মাতা।
মা ছাড়া আর কেবা পারেন
স্বার্থ ছাড়াই ভাবেন
দুঃখ পেলেই দুঃখিত হন
আমি খেলেই খাবেন
না যদি খাই একটি বেলা
খাওয়ায় তাঁহার অবহেলা
স্বাস্থ্যটা হয় যা-তা।
মা ছাড়া নাই ভবের আপন
কী যে মধুর তাঁহার শাসন
ঈদ বা পূঁজোয় গিফট না দিলেও
যায়না কমে আমার আসন
মা যে আমার মা প্রিয় মা
এই যে মধুর প্রাণের ভাষণ।।
২৪/০৮/২০১৮