এটি সেই সিরাতুল মুস্তাকিম
খন্দকার জাহাঙ্গীর হুসাইন
আমি একটি সহজ পথের কথা বলছি
একটি সেই সহজ পথ
এমন একটি সহজ পথের কথা বলছি
যেই পথ নিপীড়িত মজলুম মানুষের
যেই পথ ফিরিয়ে আনে তাবৎ বঞ্চিতের অধিকার
যেই পথ শতকোটি ক্ষুধিত মানুষের মুখে
খাদ্য তুলে দেয়
যেই পথ ইনসাফ করতে জানে
জানে বন্টন নিয়ম সমতার।
আমি এমন একটি পথের কথা বলছি
যেই পথ ও পথিক কখনোই বিপথে যায় না
যে পথের মালিক কখনোই ভুল করেন না
পথিকের প্রতি রয়েছে তাঁর পূর্ণ ইনসাফ।
এটি এমন একটি পথ
যে পথের সরলতা এমন যে
পৃথিবীর কোন যন্ত্রই পারে না
তার বক্রতার এতটুকু প্রমাণ দিতে।
আমি আজ তোমাদের বলছি
আমি আজ তোমাদের বলছি
আমি আজ তোমাদের বলছি
এমন একটি পথের কথা বলছি
যেই পথের সবুজ বৃক্ষ পথিকের প্রতি
প্রশান্তির ছাঁয়া দিতে পারে অনাবিল।
শত জ্বালা-যন্ত্রণার অবসান হয় যেখানে
যে পথের পথিক কখনো নৈরাশ পীড়ায়
মৃত্যুর দূর্ঘটনায় পতিত হয়না।
অথচ মৃত্যুই তাদের গন্তব্যে পৌছে দেয়।
সেখানে আছে সকল কিংবদন্তীর পায়ের স্পষ্ট ছাপ
সফল পথিকের পদভারে পূণ্যময় এই পথে
আজ তোমাকে স্বাগতম।
ভুল পথে হেঁটে হেঁটে ক্লান্ত
পথের টানে পথ, পথে ঘোরপাকের
গোলকধাঁধায় আটকে পড়া হে ব্যর্থ পথিক
তোমাকে বলছি…
দেখো, এটিতো সেই একটিই পথ!
একটিই সরলরেখায় গিয়ে মিলে গেছে তার গন্তব্যে।
পথিকের মনোরঞ্জনের কী নেই সেখানে?
যদি পথটি বেয়ে তুমি চলে যাও
দেখবে সেখানে উদ্যান, অষ্ট উদ্যানে
সবুজের সমারোহ।
প্রস্রবণ সেখানে বইছে তলদেশ দিয়ে।
দুগ্ধ আর মধুর কিংবা সুপেয় মদ
পাবে সেখানে মনোরঞ্জক সব, সব।
সুসজ্জিত রমণীর দেওয়া শীতল জলে কণ্ঠ ভিজিয়ে নিতে চাও, নেবে।
যে পথের কথা বলছি, সেই পথ
পথ, সেতো মহামহিম মালিকের, সত্যের
একটি প্রখর আলোকের।
আমি সেই সিরাতুল মুস্তাকিমের কথা বলছি
যে পথের কাছে এসে একদিন
সকল পথের আলোক শিখা হয়ে যায় ক্ষীণ
আমি বলছি, এটি সেই সিরাতুল মুস্তাকিম।
০৯/০৯/২০২০