খইরুমমিনানননননাউম
নজরুল ইসলাম
জাগো, ওঠো, শোন সালাতের ধ্বনি
খায়রূমমিননাননোম,
সুবেহ সাদেক, ঘুম নহে আর,
নামাজ যে উত্তম।
শ্রান্ত ক্লান্ত দেহটারে আর
আরাম আয়েশ নাহি,
প্রতি পালকের গুনগান তরে
কেবলার পানে চাহি।
পূব আকাশে উঁকি মারে ঐ
আজিকার নবারুন,
পাখি ডেকে ওঠে, মৌমাছি করে
স্রষ্টার গুনগুন ।
কাজা নয় আর ফজর নামাজ
একমত শোনো ঐ,
আল্লাহর ডাকে সালাত আদায়
মনে প্রাণে নত হই।