গোস্ত খাওয়ার ধুম পড়েছে
কুরবানি আজ এলো,
খোঁজ নিয়েছো পাশের ঘরে
খাবার কি না পেলো।
হাঁসছি আমি একাই শুধু
হাঁসি আমার ঘরে,
কুরবানি কি হবে তবে
নাই বা হাঁসে পরে।
ত্যাগের খুশি বিলানোতে
ভোগের মাঝে নাই রে,
ভোগ না করে ভাগ করা এই
শিক্ষা ঈদে পাই রে।
গোস রুটি আর ফিন্নি-সেমাই
নাই বা থাকুক ঘরে,
আছে কি না দেখবো রে ভাই
হৃদয় খোদার তরে।
খোদার তরে হৃদয় যদি
আজকে আমার মরে,
কুরবানির ঈদ আসবে তবে
প্রেমিক হৃদয় ঘরে।