ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার খোকসা স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের (কেএসএ)১০ম বর্ষপূর্তি, নবীণ বরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো কুষ্টিয়া৪ আসনের মাননীয় সংসদ আব্দুর রউফ মহোদয়কে। সংগত কারণে তিনি উপস্থিত থাকতে না পারলেও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মূল আলোচনায় অংশ নিয়েছিলেন খোকসা উপজেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. তাপস কুমার বিশ্বাস।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোকসা উপজেলা কল্যান সমিতির মহাসচিব জনাব আনোয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মো. রেজাউল ইসলাম রেজা, কেন্দ্রীয় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা ইঞ্জিনিয়ার দীলিপ সেন, খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার ডা. প্রেমাংশু বিশ্বাস, এটিএন নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মিন্টু, মোহনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনি প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা স্টুডেন্ট এ্যাশোসিয়েশনের সভাপতি বিতার্কিক তাজিনুর রহমান।