ইসমাঈল মুফিজী
গ্রহণ লাগা চাঁদের মতো হারিয়ে গেলে তুমি
ফিরে এলে না আর জীবনের হাটে
অথচ রক্তিম চন্দ্রটা গ্রহণ শেষে ফিরে এসেছে আপন ভঙ্গিমায়
আমি ছাতকের চোখে তাকিয়ে থাকি তোমার পথ পানে-
তুমি এলে না, হাসলে না, রাঙালে না বুকের জমিন!
এক বুক অভিমান নিয়ে পালিয়ে গেলে যুদ্ধাহত সৈনিকের মত।
বিবশ বিষণ্ণতা ছোঁতে পারেনি তোমাকে কখনো
তুমি বলোনি, আর দেখা হবে না,
মিলাবে না বুকে বুক; বিদায় বন্ধু বিদায় …….।
ঘরকুণো স্বভাবও তো ছিলো না তোমার
হৃদয় ছিলো প্রবাহিত স্রোতস্বিনী
সবাইতো কুঁড়িয়ে পেতো সেবার মুক্তো
তোমাকে পেতে প্রস্তুত ছিলো দুঃসাহসী হাজার ডুবুরি
তবে কেনো লিখেছিলে আত্মহত্যার এক চিলতে চিরকুট?
সহমর্মী বন্ধু বুঝি কাছে পাওনি খোঁজে
বুঝতে পেরেছি, কেউ ছিলো না তোমার অভিমান ভাঙ্গাবার।
ভূমি সাহিত্যপাতা পরিবারকে অসংখ্য ধন্যবাদ। কবিদের প্রেরণায় উৎসর্গিত হোক ভূমি সাহিত্যপাতা।
আশা করি আপনাকে নিয়মিত পাবে ভূমি সাহিত্য পরিবার।