কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার পেশাজীবি থানা শাখার উদ্যোগে প্রচন্ড তাপদাহে পিপাসিত এক হাজার জনগনের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল, জনবহুল চৌড়হাস মোড়, পৌর বাজারের নারিকেলতলা ও দুপুরে কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে পানি ও ওর স্যালাইন বিতরণ করা হয়।
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশিম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী খাইরুল ইসলাম রবিন, জেলা পেশাজীবি থানা শাখার সভাপতি মাওলানা সামসুদ্দিন আহমাদ, সেক্রেটারী সামসুজ্জামান জুয়েল প্রমূখ এসময় উপস্থি’ত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে এই এক হাজার বোতল পানি ও সমপরিমান ওর স্যালাইনের প্যাকেট বিতরণ করা হলো।