বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার ৬ নং ওয়ার্ড আয়োজিত সিরাতুন্নবী (সা) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ৬ নং ওয়ার্ড আমীর সালাউদ্দিন সাহেবের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন। বিশেষ মেহমান হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার আমির অধ্যাপক রাজিউদ্দিন শাহিন।
এসময় প্রধান মেহমান অধ্যাপক ফরহাদ হুসাইন বলেন, মানুষের সাথে সদ্ব্যবহার এবং হাসিমুখে কথা বলা যেমন সুন্নত, সৎ ও ন্যায়ের মাধ্যমে দেশ পরিচালনা করাও সুন্নত। অতএব ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠন করতে হলে হলে রাসুল (সা) এর নীতি অনুসরণ ও অনুকরণ করতে হবে।